কোনও বিশেষ উদ্দেশ্য থেকে নয়- কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কুলি-শ্রমিকদের বসার জন্য যে টঙ ছিলো, সেখানে বসে আমরা কয়েকজন লেখকবন্ধু আড্ডা দেয়ার সময় হঠাৎই আলোচনা হলো এক মাসের কবিতা দৈনিক প্রকাশ করতে পারলে কেমন হয়! এই থেকে শুরু। পহেলা মে প্রকাশনা শুরু হয়ে ৩১ মে (২০১২) পর্যন্ত ঠিক এক মাসই এটি প্রকাশ করেছিলাম ‘বিন্দুবুলেটিন’ হিসেবে। কাজটি ছিল অত্যন্ত আনন্দের; শ্রমসাধ্যও। প্রতিদিন পাঁচশত কপি ছাপা হতো আর সন্ধ্যায় কুড়িগ্রামের বিভিন্ন জায়গায় হাতে হাতে আমরাই বিলি করতাম। বাজারে, দোকানে, বাড়িতে...।
বিন্দু ওয়েবসাইটের জন্য কপিগুলো সংগ্রহের জোর প্রচেষ্টা চালিয়ে ২৩ তারিখ পর্যন্ত প্রকাশিত ২৩টি সংখ্যা সংগ্রহ করতে পারলাম। বাকি ৮টি কপি আমাদের কারও কাছে নেই।
সাম্য রাইয়ান
সম্পাদক, বিন্দু
মার্চ ২০১৯
মন্তব্য