এই হেমন্তে
উঠোনের সমস্ত ব্যর্থতা খুবলে আনা হৃৎপিণ্ডের
মতো প্রকাশ করা দরকার আজ। উনুনের গভীরতম
ক্যানভাস থেকে বের করে আনা দরকার সমস্ত অমুদ্রিত
জলের ইতিহাস। ডুবন্ত চাঁদের যাত্রী তুলে আনে বিরল হলুদ।
সেইসব তীব্র বিবর ছবি অলক্ষ্যে রোদের বাগানে
ফুটাতে দিয়ে কোনোদিন, সূর্যবেলায় খুব নির্ভার হবো।
মন্তব্য