উত্তরে ফিরে এলে পূর্বমৃত মেঘ
অনিচ্ছায় প্রেম বাড়ে: পুরোনো আবেগ।
বলো কেন ষোলনদে জাগাচ্ছো প্রণয়
প্রবীন জানেন সবই, ক্ষুব্ধ গতিময়।
সোনাভরী ফুলকুমর সুসজ্জিত মায়া
শহরের নাভিতে জাগে — ধরলার ছায়া।
অগণন সম্পদশালী — আরো উচ্চ দাম
বেহিসেবী ঘুমন্ত মেয়ে — তীব্র কুড়িগ্রাম।
এই কবিতাটিতে যে মাধুর্য তা আমার পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এ যেন সাম্য সাইয়ানের নিজস্ব সহজিয়া ভঙ্গি। যে ভঙ্গিতে তিনি রচনা করেন হামিংবার্ড, জীবনপুরাণ, গভীর স্বপ্নের ভেতর, চূড়া, ভাষা, দরশন আরও অনেক অনেক কবিতা। সত্যিই এ মনমুগ্ধকর। তীব্র কুড়িগ্রাম, একদিন যাবার ইচ্ছে পুষি। যেদিন যাবো, সেদিন মিলিয়ে দেখব এই কতটা সম্পদশালী কবির বেহিসেবী ঘুমন্ত মেয়েটি।
উত্তরমুছুনপ্রিয় কবিতা
উত্তরমুছুন