বসন্তের শুভেচ্ছা!
উত্তরবঙ্গের শীত ক্যালেন্ডার মানে না। বসন্তের রাতে, ঠক্ ঠক্ কাঁপতে হচ্ছে ঠাণ্ডায়! নানাবিধ দৌড়াদৌড়ির কারণে ফেব্রুয়ারির পাঁচ তারিখের সংখ্যা প্রকাশ হলো চৌদ্দ তারিখ, পয়লা বসন্তে! আসলে ‘উৎপলকুমার বসু’র প্রিন্টেড কপি নিয়ে এতই ব্যস্ততা যাচ্ছে, যা ফলে সংখ্যা প্রকাশের এই বিলম্ব। আগামী মাসেও বিলম্ব হবে।
জ ন স্বা র্থে স ত র্ক তা
বইমেলার মাসে
বইয়ের বাহারি বিজ্ঞাপনে
মাথা খারাপ করে
কোনো সিদ্ধান্ত নিয়েন না।
মাথা ঠাণ্ডা রাখেন।
কুল ম্যান
COOOOL
মন্তব্য