মৃগনাভিগাছ
মেঘ নয়, ও’তো বাদামসরবত
কতবার ছায়া মাড়িয়েছি,
দুধ থেকে তুলে রেখেছি ব্যঞ্জনস্বর!
দেশ নয়, ও’তো বিষপিপড়ে
কতবার দানা খুঁটেছি,
বাঁশ পাতার শিরায় গড়িয়ে গেছে জন্মদিনের কেক!
আকাশফুল নয়, উত্তরফাল্গুনী পাঁচড়া
আলজিভ ঠেকিয়ে দেখেছি,
ষটকোণে রাণীমৌমাছিগুঞ্জন!
শোক নয়, চারমাত্রার স্বরবৃত্ত
খানিক হাতমকশো করে দেখেছি
ছাগলের যোনি থেকে বেরিয়ে আসে মৃগনাভিগাছ।
পরশুরাম
ছিন্নমস্তায় নেমে আসে কুঠার
যোগমুদ্রায় ফালাফালা হয় ঘুম
রক্তকরবী ফুটে ওঠে দরগায়
দু’ফোঁটা রক্ত যদি চাও, বলি
রূপকথা উপড়ে আনো পারস্যদেশ থেকে
শিরমাল ভাসিয়ে দিই অনন্ত দোয়াবে
দুধসাবুতে ভিজিয়ে দিই বদ্বীপগুলি।
মেঘ নাও, কুঠার রেখে আসি
যোনির দোরগোড়ায়,
কাটা মাথা ছাড়া আর কোনো ধ্যান নেই আমাদের।।
দুইটি কবিতা
কৌশিক সেন
কৌশিক সেন
দুটি লেখাই ভালো লাগলো। প্রথমটি তো অনবদ্য।
উত্তরমুছুনধন্যবাদ ভাই
মুছুনপ্রীতি নিও
অনবদ্য
উত্তরমুছুনধন্যবাদ
মুছুন