“কবিতা ছাড়া অন্য কোনও পবিত্রতায় আমার বিশ্বাস নেই।” বলেছিলেন কবি শম্ভু রক্ষিত (১৬ অগস্ট ১৯৪৮-২৯ মে ২০২০)৷ আগামী ২৯ মে (২০২৫) তাঁর প্রয়াণদিবসকে স্মরণে রেখে তাকে প্রসঙ্গ করে বিপুল ঐশ্বর্যসম্ভার প্রকাশিত হতে চলেছে৷ যেখানে থাকছে তাঁর নির্বাচিত কবিতা, প্রবন্ধ-নিবন্ধ, সাক্ষাৎকার, গল্প এবং তাঁর সাহিত্যকর্মের ঋদ্ধ পর্যালোচনা, মূল্যায়ন৷
বুদ্ধদেব বসু থেকে শুরু করে সাম্প্রতিকতম কবি-লেখকদের ভাবনা উঠে এসেছে এ গ্রন্থে৷
শম্ভু রক্ষিত: পাঠ ও বিবেচনা
সাম্য রাইয়ান সম্পাদিত ১৬ ফর্মা বইটির মুদ্রিত মূল্য: ৫৩৫ টাকা৷ প্রি-অর্ডারে পাচ্ছেন ৪০% ছাড়ে ৩২০ টাকায়!
প্রকাশক: ঘাসফুল, ঢাকা
যোগাযোগ: 01729680908
অথবা মেসেজ করুন এখানে৷
মন্তব্য