প্রবর রিপনের জন্ম ১৯৮১ সালের ১০ই জুন, বাঙলাদেশের ঝিনাইদহ জেলায়৷ তাঁর প্রকাশিত প্রথম কবিতার বই ‘নৈঃশব্দের মৃত্যু’ (২০০৭), দ্বিতীয় কবিতার বই ‘আমার নাম অসুখ’ (২০১১) এবং কাব্যনাটক ‘লবনখোর’ (২০১৪)৷ যুক্ত ছিলেন শূন্য দশকের অন্যতম লিটলম্যাগ ‘কালনেত্র’ সম্পাদনার সাথে৷ ২০০০ থেকে ২০০৯ পর্যন্ত এই লিটলম্যাগটির মোট সাতটি সংখ্যা প্রকাশিত হয়৷
তিনি গান-বাজনা শুরু করেন ২০০২-০৩ সাল থেকে৷ ২০০৪ সালে যৌথভাবে শুরু করেন গানের দল ‘মনোসরণী’৷ একটি অ্যালবাম প্রকাশের পর দলটি বন্ধ হয়ে যায়৷ ২০১৮-এ যৌথ উদ্যোগে শুরু করেন নতুন গানের দল ‘সোনার বাংলা সার্কাস’৷ এই দলের ব্যানারে একটি অ্যালবাম প্রকাশিত হয়েছে ‘হায়েনা এক্সপ্রেস’ শিরোনামে৷
আমরা বিন্দুর পক্ষ থেকে কবি ও গায়ক প্রবর রিপনের সাক্ষাৎকার নিচ্ছি৷ এ আয়োজনের বিশেষ আকর্ষণ এই যে, সাক্ষাৎকারের প্রশ্ন পাঠাতে পারবেন যে কেউ৷ একজন সর্বাধিক পাঁচটি প্রশ্ন পাঠাতে পারবেন৷ যদি একই প্রশ্ন একাধিকজন পাঠিয়ে দেন, সেক্ষেত্রে প্রথমে যিনি পাঠিয়েছেন তার প্রশ্ন গৃহীত হবে৷ প্রশ্ন পাঠাতে পারেন বিন্দুর ইমেইলে (bindumag2006@gmail.com) কিংবা বিন্দুর ফেসবুক পেজের (https://www.facebook.com/littlemag.bindu/) ইনবক্সে৷ পরবর্তীতে এই প্রশ্নগুলো সমন্বয় করে বিন্দুর ওয়েবসাইটে প্রকাশিত হবে প্রবর রিপনের সাক্ষাৎকার৷ আর প্রতিটি প্রশ্নে থাকবে প্রশ্নকর্তার নাম, তাই প্রশ্ন পাঠানোর সময় আপনার নাম বাঙলায় লিখে দেবেন৷ প্রশ্ন পাঠানোর শেষ তারিখঃ ৫ই অক্টোবর ২০২০৷
প্রবর রিপনের ধর্ম কি?
উত্তরমুছুনইসলাম
মুছুনতিনি কি বুয়েট এ অধ্যয়ন করেছেন?
উত্তরমুছুনপ্রবর রিপন এর ধর্ম কি
উত্তরমুছুনপ্রবর রিপনের ধর্ম কি
মুছুনপ্রবার রিপন কেনো নরকের কবি
উত্তরমুছুনপ্রবার রিপন কেনো নরকের কবি
উত্তরমুছুনহিন্দু
উত্তরমুছুন