কিছুটা আশায়
অপারগতার গ্লানির কালো বলপয়েন্ট দিয়ে আজো আঁকি
সোনালী ধানের ক্ষেত, জুঁই সাদা ভাত
আমাদের কখনো এতো বেশি চাওয়ার ছিলো না
আমাদের কখনো এতো কম পাওয়ার কথা ছিলো না
চাওয়া পাওয়ার হিসাবে মেলাতে কত হলো ঈশ্বরের তোয়াজ
আর এদিকে দেখি গাঢ় হয় কবিদের শৌখিন দুঃখ।
লিটলম্যাগ বিন্দু
সোনালী ধানের ক্ষেত, জুঁই সাদা ভাত
আমাদের কখনো এতো বেশি চাওয়ার ছিলো না
আমাদের কখনো এতো কম পাওয়ার কথা ছিলো না
চাওয়া পাওয়ার হিসাবে মেলাতে কত হলো ঈশ্বরের তোয়াজ
আর এদিকে দেখি গাঢ় হয় কবিদের শৌখিন দুঃখ।
লিটলম্যাগ বিন্দু
জীবনটাকে এখন মায়ের ধূমগন্ধা আঁচল, বাবার ঘামে ভেজা গামছা মনে হয়
মন চায় হাইকোর্টের সামনের পতাকার স্ট্যান্ডে তাকে টানিয়ে দেই
মিন্টুরোডের অভিজাত বাতাস এসে শুকিয়ে দেয় যদি এই আশে।
লিটলম্যাগ বিন্দু
মন চায় হাইকোর্টের সামনের পতাকার স্ট্যান্ডে তাকে টানিয়ে দেই
মিন্টুরোডের অভিজাত বাতাস এসে শুকিয়ে দেয় যদি এই আশে।
লিটলম্যাগ বিন্দু
কেননা মানুষ বাঁচে কিছুটা স্বপ্নে কিছুটা আশায়
যে ফুল এখনো ফুটেনি, সে তারও গন্ধ পায়।
যে ফুল এখনো ফুটেনি, সে তারও গন্ধ পায়।
নামতা
মুখভর্তি চারটা মার্বেল নিয়ে আমি নামতা মুখস্ত করি
জন্মলগ্ন থেকে উচ্চারণে সমস্যা, তোতলামির প্রবলেম
নামতায় আমার ভুল হয়, আমাকে বার বার পড়তে হয়।
লিটলম্যাগ বিন্দু
জন্মলগ্ন থেকে উচ্চারণে সমস্যা, তোতলামির প্রবলেম
নামতায় আমার ভুল হয়, আমাকে বার বার পড়তে হয়।
লিটলম্যাগ বিন্দু
মুখভর্তি করে চারটা মার্বেল
ওগুলো সময় সময় পাল্টায় ঠিকই, সংখ্যায় থাকে একই।
লিটলম্যাগ বিন্দু
ওগুলো সময় সময় পাল্টায় ঠিকই, সংখ্যায় থাকে একই।
লিটলম্যাগ বিন্দু
আমাদের ’৭১ এর নামতাটা *ঠোঁটস্ত রাখতে হয়
লিটলম্যাগ বিন্দু
লিটলম্যাগ বিন্দু
জিডিপি একে জিডিপি, জিডিপি দু’গুণে ফরেন কারেন্সির রিজার্ভ
তিন রিজার্ভে উন্নয়ন, এলডিসি থেকে উত্তরণ- মধ্য আয়ের দেশ।
লিটলম্যাগ বিন্দু
তিন রিজার্ভে উন্নয়ন, এলডিসি থেকে উত্তরণ- মধ্য আয়ের দেশ।
লিটলম্যাগ বিন্দু
আমার খালি ভুল হয়।
মুখভর্তি চারটা মার্বেল
ওখান থেকে শালার গণতন্ত্রটাকেই খেয়ে ফেলতে ইচ্ছে হয়।
মুখভর্তি চারটা মার্বেল
ওখান থেকে শালার গণতন্ত্রটাকেই খেয়ে ফেলতে ইচ্ছে হয়।
ইদানীং মানুষ
মানুষ ততটুকু যায়, যতটুকু তার হৃদয় চায়
লিটলম্যাগ বিন্দু
শিশুর নরোম গালের মতো
হৃদয়ে দেখো কি নিপূণ ক্ষত!
লিটলম্যাগ বিন্দু
হৃদয়ে দেখো কি নিপূণ ক্ষত!
লিটলম্যাগ বিন্দু
এ হৃদয় নিয়ে আমি কার কাছে যাই…
লিটলম্যাগ বিন্দু
লিটলম্যাগ বিন্দু
গাঙুরের জলে ভেসে ভেসে চলে গেলাম বিম্বিসার অশোকের ধূসর জগতে
সেখানে জীবনানন্দের চোখ খুঁটে খায় ধানশালিক
আর সেলফি তুলে বনলতা সেন।
লিটলম্যাগ বিন্দু
সেখানে জীবনানন্দের চোখ খুঁটে খায় ধানশালিক
আর সেলফি তুলে বনলতা সেন।
লিটলম্যাগ বিন্দু
বস্তুতঃ মানুষ এখন কোথাও যায় না। এরা হৃদয় খায়…
মন্তব্য